চাঁদা না পেয়ে ব্যবসায়ীর আঙুল কেটে দিল সন্ত্রাসীরা!

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার হোটেল-মোটেল জোনে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) হোটেল দরিয়া বিলাসের ব্যবসায়ী মো. সুমনের ওপর হামলা চালিয়ে তার ডান হাতের একটি আঙুল কেটে দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সন্ত্রাসী মুবিন তার সহযোগী সাঙ্গপাঙ্গসহ ব্যবসায়ী সুমনের কাছে চাঁদা দাবি করে। এসময় সুমন চাঁদার কারণ জানতে চাইলে তারা কোনো উত্তর না দিয়ে হাতে থাকা ধারালো কিরিচ দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তার ডান হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়।

হামলার সময় সন্ত্রাসীরা সুমনের পকেটে থাকা ৪৩ হাজার টাকা, একটি রুপার বেল্ট লাইটসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে খবর পেয়ে তার ছোট ভাইসহ স্থানীয়রা গুরুতর আহত সুমনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ব্যবসায়ী সুমনের পরিবার হামলাকারী মুবিন ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Post a Comment

0 Comments