মাতামুহুরি উপজেলা শ্রমিকদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজার জেলা শ্রমিকদলের আওতাধীন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শ্রমিকদলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. কুতুবউদ্দিন এ কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান এনাম, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মাষ্টার নুরুল আমিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুন বাদশা, সাংগঠনিক সম্পাদক (১) মোহাম্মদ সাদেক, সাংগঠনিক সম্পাদক (২) শাহজাহান মিন্টু এবং (৩) নুরুল ইসলামসহ আরও অনেকে অন্তর্ভুক্ত হয়েছেন।

কমিটি অনুমোদনের পর দেওয়া এক যৌথ বিবৃতিতে জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন পর শ্রমিকদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে আমরা একটি কার্যকর ও জনসম্পৃক্ত কমিটি দিতে পেরেছি। এই কমিটি ভবিষ্যতে শ্রমিকদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে।”

জেলা সাধারণ সম্পাদক মো. কুতুবউদ্দিন বলেন, “শ্রমিকদের সংগঠিত করতে এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে আমরা মাতামুহুরি সাংগঠনিক উপজেলা কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছি। নতুন নেতৃত্ব শ্রমিক রাজনীতিতে নতুন গতি আনবে বলে আমরা বিশ্বাস করি।”

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা শ্রমিক স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং বিএনপি তথা জাতীয়তাবাদী শ্রমিকদলের গঠনতন্ত্র ও নীতিমালার প্রতি আনুগত্য রেখে দায়িত্ব পালন করবেন।

বার্তা প্রেরক: এম খাইরুল আমিন হিরো, দপ্তর সম্পাদক, কক্সবাজার জেলা শ্রমিকদল।

Post a Comment

0 Comments