একে সোহেল: কক্সবাজার শহরের বাহারছড়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচনে বিপুল ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ ছৈয়দ আহমদ খুলু, সহ-সভাপতি হয়েছেন মো. সরওয়ার এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মামুনুল ইসলাম মামুন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সদস্যদের উপস্থিতিতে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ফলাফল ঘোষণা করলে সমবায়ের সদস্যরা বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান।
এই নির্বাচনের মাধ্যমে ১৬ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে। নতুন নেতৃত্ব স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও সমবায়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
0 Comments