সেলুনে চুল কাটতে গিয়ে যুবলীগ নেতা মোনাফ সিকদার গ্রেফতার!

সিবি ডেক্স: ঢাকায় সেলুনে চুল কাটতে গিয়ে কক্সবাজারের আলোচিত যুবলীগ নেতা মোনাফ সিকদারকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি রাজধানীর এক সেলুনে চুল কাটার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মোনাফ সিকদার কক্সবাজার জেলা যুবলীগের আলোচিত এক নেতা হিসেবে পরিচিত, যিনি বিভিন্ন সময় নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনায় ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলার তদন্ত চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারির পর অবশেষে তাকে ঢাকায় গ্রেফতার করা হয়।

Post a Comment

0 Comments