বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, “আমরা বলেছি, কিছু কিছু লোক প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছে। আমাদের আস্থা আছে তাঁর প্রতি, কিন্তু তাঁর পাশে থাকা কিছু ব্যক্তি কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে বলে আমরা মনে করি। তাই তাদের বিষয়ে হুঁশিয়ার থাকতে বলেছি।”
একদিন আগেও বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কিছু উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়েছিল। বিএনপিও নাম প্রকাশ না করে বিতর্কিতদের অপসারণের আহ্বান জানিয়েছিল।
জামায়াতের পক্ষ থেকে কোনো অপসারণ দাবি তোলা হয়েছে কি না—জানতে চাইলে তাহের বলেন, “আমরা এখন শুধু দৃষ্টি আকর্ষণ করছি। সময় দিচ্ছি। এরপর প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে ভাবব।”
তিনি আরও জানান, তত্ত্বাবধায়ক সরকারের দাবি তারা এখনই তুলছে না, কারণ বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। আদালতের রায়ে কোনো ব্যত্যয় না হলে বর্তমান অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন, নভেম্বরের গণভোট এবং ‘এক্সট্রা জুডিশিয়াল অ্যারেঞ্জমেন্ট’ ইস্যুতেও আলোচনা হয় বলে জানান জামায়াত নেতা।
0 Comments