কক্সবাজারে হোটেলে মদপানে পর্যটকের মৃত্যু, দুই নারীসহ ৪ জন আটক

সিবি ডেক্স: কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেলে মদপানের পর মোহাম্মদ রুবেল (৪২) নামের এক পর্যটকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২২ অক্টোবর) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ওসি ইলিয়াছ খান।

নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার আব্দুল লতিফের ছেলে রুবেল গত ১৫ অক্টোবর প্রাইভেটকারে কক্সবাজারে আসেন এবং কলাতলীর হাইপেরিয়ান হোয়াইট প্যালেস হোটেলে ওঠেন। ২০ অক্টোবর তার চার বন্ধু নওগাঁ থেকে এসে একই হোটেলে অবস্থান নেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে রুবেল বন্ধুদের সঙ্গে হোটেলের ৪০৭ নম্বর কক্ষে ছিলেন। রাতের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে কক্ষে থাকা দুই নারী ও বন্ধুরা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদপানের কারণেই তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঘটনার তদন্ত চলছে বলে জানান ওসি ইলিয়াছ খান। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহত রুবেলের দুই বন্ধু মো. মামুন (৪৮) ও মো. মোতালেব (৩৬), এবং স্থানীয় দুই নারী মর্জিনা আক্তার (১৮) ও সাবিনা আক্তারকে (১৭) হেফাজতে নেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments