প্রিন্টিং শিল্পে অবদানের স্বীকৃতি পেলেন ইউনিটি প্রিন্টার্স এর স্বত্বাধিকারী খাদিজা বেগম

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে প্রিন্টিং শিল্পে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে উখিয়ার বিশিষ্ট সমাজসেবক ও প্রিন্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফের সহধর্মিণী ইউনিটি প্রিন্টার্স এর স্বত্বাধিকারী খাদিজা বেগমকে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন।

মঙ্গলবার (২১ অক্টোবর) কক্সবাজার শহরের এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আলহাজ্ব আপেল মাহমুদ। তিনি খাদিজা বেগমের হাতে “Best Performance Award” তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খাদিজা বেগম প্রিন্টিং খাতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। নারী হয়েও তিনি দৃঢ় মনোবল, নিষ্ঠা ও কর্মনিষ্ঠার মাধ্যমে সফলভাবে প্রিন্টিং ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যা সমাজের অন্যান্য নারীদের জন্য অনুপ্রেরণার উৎস।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিক, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রিন্টিং খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। তারা সবাই জনাবা খাদিজা বেগমের সাফল্যকে নারীর ক্ষমতায়নের উজ্জ্বল উদাহরণ হিসেবে আখ্যায়িত করেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টিকারী উদ্যোক্তাদের এভাবে স্বীকৃতি প্রদানের মাধ্যমে নারীদের এগিয়ে আসার পথ আরও সুগম হবে।

উল্লেখ্য, খাদিজা বেগম দীর্ঘদিন ধরে কক্সবাজারের প্রিন্টিং খাতে স্বচ্ছতা, গুণগত মান এবং সৃজনশীলতার মাধ্যমে “ইউনিটি প্রিন্টার্স”কে একটি আস্থার প্রতিষ্ঠানে পরিণত করেছেন।

Post a Comment

0 Comments