সিবি ডেক্স:সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিটির যুগ্ম সমন্বয়কারী আবুল আহসান জাবুর পদত্যাগ করেছেন। নিহত সাংবাদিক এটিএম তুরাবের ভাই জাবুর বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১১টার দিকে দলীয় প্রধান সমন্বয়কের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দাখিল করেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার কারণে তিনি দলের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতে পারছেন না। তাই, দলের স্বপদে বহাল থেকে কোনো দায়ভার বহন করা তাঁর পক্ষে সম্ভব নয়। স্বেচ্ছায়, সজ্ঞানে তিনি পদত্যাগ করছেন বলে জানান।
এনসিপি থেকে সিলেট জেলায় এটি নবম পদত্যাগ, যা নতুন রাজনৈতিক এই প্ল্যাটফর্মের জন্য উদ্বেগজনক বার্তা দিচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাঙ্ক্ষিত পদ না পাওয়া, না জানিয়ে কমিটিতে অন্তর্ভুক্তকরণসহ বিভিন্ন অভ্যন্তরীণ অসন্তোষের কারণে নেতাকর্মীরা একে একে সরে দাঁড়াচ্ছেন।
এর আগে ১২ জুলাই সিলেট জেলা কমিটি ঘোষণার পরের দিনেই বিশ্বনাথ ও গোয়াইনঘাট উপজেলা কমিটি থেকে ৪ জন নেতা পদত্যাগ করেন। পরবর্তীতে ২১ জুলাই গোয়াইনঘাট উপজেলা কমিটি থেকে আরও ৪ জন নেতা দল ছেড়ে দেন।
এ পরিস্থিতিতে এনসিপি’র সিলেট বিভাগীয় সাংগঠনিক কাঠামো ও মাঠ পর্যায়ের সংগঠন পরিচালনার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে।
0 Comments