রোববার (৩১ আগস্ট) দুপুরে নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টিকে (জাপা) ‘ফ্যাসিবাদী দল’ আখ্যা দিয়ে আসিফ মাহমুদ বলেন, "রিফাইন্ড আওয়ামী লীগের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এখন জাপার ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। অতীতে জাপা বারবার আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংসদকে বৈধতা দিয়েছে। ভারতীয় প্রেসক্রিপশনে কৃত্রিম সংসদ ও কৃত্রিম গণতন্ত্র তৈরি করেছে। তাই এই চিহ্নিত ফ্যাসিবাদীদের কোনো ধরনের সমর্থন দেওয়ার চেষ্টা হলে সরকার ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো তা প্রতিহত করবে।"
তিনি আরও বলেন, "ইনক্লুসিভ নির্বাচনের নামে অনেকে চাইবে না যে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক সেটেলমেন্ট হোক। তারা নির্বাচন পেছানোর চেষ্টা করতে পারে। তবে আওয়ামী লীগকে ফেরানোর বা নির্বাচন বানচালের সব প্রচেষ্টা প্রতিহত করা হবে।"
জাতীয় পার্টি নিষিদ্ধের প্রশ্নে তিনি জানান, সরকার এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক চলছে। প্রধানমন্ত্রীসহ শীর্ষ উপদেষ্টারা রাজনৈতিক দল ও জুলাই অভ্যুত্থানের সংগঠনগুলোর মতামত নিচ্ছেন।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, "সরকার একটি শক্তিশালী তদন্ত কমিটি করার বিষয়ে ভাবছে। এটা কোনো সাধারণ কর্মীর ওপর হামলা নয়, বরং একটি রাজনৈতিক দলের প্রধান নেতার ওপর হামলা। আওয়ামী লীগ আমলেও এমন ঘটনা ঘটেনি। যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, তাই হামলার দায় সরকারের ওপরই বর্তায়। এর সুষ্ঠু বিচার হবে এবং ভবিষ্যতে কেউ যেন এমন ঘটনার সাহস না পায় তা নিশ্চিত করা হবে।"
0 Comments