রবিবার (৩১ আগস্ট) ফেসবুক পোস্টে জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের অন্তর্ভুক্ত বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক; আপনারা কত টাকার বিনিময়ে আওয়ামী লীগের দোসরদের দিয়ে কক্সবাজার সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন দিলেন? তা কক্সবাজার জাতীয়তাবাদী দুঃসময়ের নেতাকর্মীরা জানতে চাই।”
তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “অবিলম্বে এই ‘মধুখোর’ কমিটি বাতিল করা না হলে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় এবং কক্সবাজার জেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।”
প্রসঙ্গত, চলতি বছরের ১১ জানুয়ারি কক্সবাজার সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের জেলা সংসদ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে মো. নাসির উদ্দিন পাটোয়ারীকে সভাপতি করা হয়। নাসির উদ্দিন এর আগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন জাতীয় শ্রমিকলীগের কক্সবাজার জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।
0 Comments