প্রেমে ব্যস্ত প্রেমিকা, ক্ষোভে গ্রাম অন্ধকারে!

সিবি ডেক্স: সিনেমায় দেখা অবাস্তব প্রেমকাহিনি কখনো কখনো বাস্তব জীবনেও অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। আর সেই অনুপ্রেরণাতেই ঘটে যায় অদ্ভুত কিংবা ভয়ংকর সব ঘটনা। সম্প্রতি এমনই এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা গেছে, প্রেমিকার ফোন একটানা ব্যস্ত থাকায় ক্ষুব্ধ হয়ে এক যুবক সরাসরি বিদ্যুতের খুঁটিতে উঠে হাইটেনশন তার কেটে দিচ্ছেন। তার এই কাণ্ডে প্রেমিকার পুরো গ্রামই অন্ধকারে ডুবে যায়।

ঘটনাস্থল ঠিক কোন এলাকায়, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ভিডিওতে দেখা যায়, হাতে বড় লোহার তার কাটার যন্ত্র নিয়ে একের পর এক বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করছেন যুবকটি।

ভিডিও প্রকাশের পর নেটিজেনদের মধ্যে হাস্যরস ও বিস্ময়ের ঝড় উঠে। একজন মন্তব্য করেন, “অনেক প্রেমিককে দেখেছি, কিন্তু প্রেমের জন্য এমন পাগলামি এবারই প্রথম।” অন্য এক নেটিজেন রসিকতা করে লেখেন, “প্রেমিকরা সাধারণত নিজেদের শিরা কাটে, কিন্তু এ তো গোটা গ্রামের শিরা কেটে দিল।” আরও একজনের ভাষায়, “কথায় বলে প্রেমে অন্ধ, কিন্তু এবার প্রেমে গোটা গ্রাম অন্ধ হয়ে গেল।”

উল্লেখ্য, এ ধরনের ঘটনা নতুন নয়। ২০২২ সালে ভারতের বিহারের পূর্ণিয়া জেলার গণেশপুর গ্রামে এক ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতেন, শুধুমাত্র অন্ধকারে গোপনে বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য। আশপাশের এলাকায় আলো থাকলেও ওই গ্রাম ডুবে যেত অন্ধকারে। অবশেষে গ্রামবাসী রহস্য উদঘাটন করলে বিষয়টি ফাঁস হয়ে যায়।

Post a Comment

0 Comments