বাঁকখালী নদীতে কাল থেকে উচ্ছেদ অভিযান শুরু

সিবি ডেক্স: মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে কক্সবাজারের বাঁকখালী নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে।

জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর যৌথ নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেবেন।

প্রশাসন জানিয়েছে, নদী দখলমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ধরনের অবৈধ স্থাপনা রাখা হবে না। এদিকে অভিযানের খবরে নদীর দুইপাশে দখলদারদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

Post a Comment

0 Comments