সিবি ডেক্স: ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পার না হতেই, ভারতে আশ্রয় নেওয়া দলটির নেতাকর্মীরা কলকাতায় খুলে ফেলেছেন একটি গোপন 'দলীয় কার্যালয়'। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
সরকারচ্যুতির পর আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা ভারতে আশ্রয় নেন। তাঁদের বড় একটি অংশ এখন অবস্থান করছেন পশ্চিমবঙ্গের কলকাতায়। প্রথমে ব্যক্তিগত বাসায় বৈঠক করলেও, এখন তারা একটি বাণিজ্যিক ভবনের আট তলায় স্থায়ী একটি ঘর নিয়ে সেখান থেকেই দল পরিচালনা করছেন বলে বিবিসি জানায়।
কৌশলে গোপন রাখা কার্যালয়টির কোথাও নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনার ছবি। নেই আওয়ামী লীগের নামফলক বা পরিচিত কোনো ব্যানার। তবে দলীয় নেতাকর্মীরা এটিকে 'পার্টি অফিস' বলেই ডাকছেন। তাঁদের ভাষায়, “নিয়মিত দেখা-সাক্ষাৎ, বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল। এটা পেয়েছি, এটা অফিসই।”
এক নেতার বরাতে জানা যায়, “৩০-৩৫ জনের ছোট বৈঠক এখানেই হয়, একটু গাদাগাদি করেই। তবে শ’দুই নেতাকর্মীর অংশগ্রহণে বড় সভাগুলো কোনো রেস্তোরাঁ বা ব্যাঙ্কয়েট হলে করতে হয়।”
প্রসঙ্গত, আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সরকার পতনের পর। এই পরিস্থিতিতে ভারতে গোপনে দলের কর্মকাণ্ড চালানো রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এবং ভবিষ্যতের রাজনৈতিক অনিশ্চয়তার ইঙ্গিত বহন করে।
0 Comments