অভিনব কায়দায় ইয়াবা পাচার, ১৯০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার চকরিয়ায়!

সিবি ডেক্স: কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছিড়া পাহাড় নতুন মসজিদের সামনে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে অভিনব কায়দায় পেটের ভেতরে ইয়াবা ট্যাবলেট নিয়ে পাচারের সময় মোহাম্মদ আজাদ (৩৭) নামে এক পাচারকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ তল্লাশি চালিয়ে আজাদের পায়ুপথ থেকে একে একে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধৃত মোহাম্মদ আজাদ নোয়াখালীর সুধারাম উপজেলার কাঞ্চনপুর ৪ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আমিনের ছেলে।

চকরিয়া থানা পুলিশের একটি টিম মহাসড়কে অভিযান পরিচালনা করার সময় আজাদকে সন্দেহজনক আচরণের কারণে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি নিজেই পেটের মধ্যে ইয়াবা থাকার কথা স্বীকার করেন।

পরবর্তীতে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবনের মাধ্যমে আজাদের পায়ুপথ থেকে ইয়াবাগুলো বের করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম জানান, অভিযানে ইয়াবা সহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ধৃতকে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের সতর্ক পদক্ষেপে এই বড় মাদক পাচার চক্রের একটি ধ্বংসের মাধ্যমে চকরিয়ায় মাদকদ্রব্যের অবৈধ প্রবাহ রোধে অগ্রগামী ভূমিকা পালন করা হলো।

Post a Comment

0 Comments