ড্রেনের কাজ করতে গিয়ে হেলে পড়ল বিদ্যুতের খুঁটি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার শহরের কলাতলির সি হেভেন রোড এ ব্লকে পৌরসভার ড্রেন নির্মাণকাজ চলাকালে বিদ্যুতের একটি খুঁটি হেলে পড়ে আতঙ্ক ছড়িয়েছে।

রবিবার (৩১ আগস্ট) কাজ চলাকালে হঠাৎ খুঁটি হেলে পড়লে আশপাশের পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা চরম ভয়ের মধ্যে পড়েন। তারা জানান, খুঁটি ভেঙে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পর্যটকরা দ্রুত বিদ্যুতের খুঁটি মেরামত ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Post a Comment

0 Comments