চুনতিতে ফেনসিডিল কেলেঙ্কারি, প্রত্যাহার এসআই কামাল

সিবি ডেক্স: চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে পুলিশের সোর্সদের মাদক পাচারের ঘটনায় আলোচনায় আসা এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগাড়া থানা থেকে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খান।

উল্লেখ্য, এসআই কামাল চলতি বছরের ২২ এপ্রিল চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর কাছ থেকে পুরস্কার পেয়েছিলেন। তবে সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা অভিযোগে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজার এলাকায় ৪৮ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের সেনাবাহিনীর হাতে সোপর্দ করা হয়। জব্দ করা হয় একটি প্রাইভেটকারও।

আটককৃতরা হলেন—আমিরাবাদ সুখছড়ির রমিজ উদ্দিন (৩৫), লোহাগাড়া সদরের নাজিম উদ্দিন (৪৫) এবং মুন্সীগঞ্জের তাজুল ইসলাম (৪৯)। আটক রমিজ দাবি করেন, তারা পুলিশের সোর্স এবং এসআই কামাল হোসেনই তাদের কাছে ফেনসিডিল সরবরাহ করেছিলেন। এসব মাদক পার্বত্য লামার আজিজ নগরে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি। রমিজ আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে এসআই কামাল পেছনের আরেকটি গাড়িতে ছিলেন, যেখানে ইয়াবাও ছিল। তবে সামনের গাড়ি আটকের পর তিনি পালিয়ে যান।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ছাত্র-জনতা জানান, লোহাগাড়া থানার কিছু সদস্য আগে থেকেও মাদক জব্দ করে আদালতে জমা না দিয়ে পাচার করে—এমন অভিযোগ শোনা যাচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে একটি সূত্রে জানতে পেরে তারা নজরদারি শুরু করেন। বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা অবস্থান করে অবশেষে সোর্সদের মাদকসহ আটক করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খান বলেন, এসআই কামালকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments