এই ঘটনা ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের এক বছর পূর্তির দিনে। গত বছর এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। সেই দিনটির বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠানমালা। আয়োজনে ছিল আলোচিত ড্রোন শো—যার শিরোনাম ছিল ‘Do You Miss Me’।
এই শো-এর একটি অংশে আকাশজুড়ে ভেসে ওঠে সাহসী বার্তাটি:
“আগে খুনি সরকারের ভয়ে মানুষ পোস্ট ডিলিট করতো, এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে।”
এই মুহূর্তের ভিডিও ও ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, অনেকেই এটিকে ক্ষমতাকেন্দ্রিক ইঙ্গিতপূর্ণ বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন।
প্রসঙ্গত, সোমবার (৪ আগস্ট) অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম একটি পোস্ট করেন সামাজিক মাধ্যমে, যা ঘিরে পরে সমালোচনার ঝড় ওঠে। সমালোচনার মুখে সেটি সরিয়ে ফেলা হয়। ধারণা করা হচ্ছে, এই ঘটনাকে ইঙ্গিত করেই ড্রোন শোতে এমন ব্যঙ্গাত্মক বার্তা যুক্ত করা হয়েছে।
ঘটনার পরদিন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ড্রোন শো-এর সেই অংশটি ফেসবুকে পোস্ট করে লিখেন—‘Self Critic’। এই স্বীকারোক্তিমূলক ব্যঙ্গ এবং সাহসিকতাকে অনেকেই রাজনৈতিক শুদ্ধি ও গণআবেগের প্রতিফলন হিসেবে দেখছেন।
0 Comments