পাবিপ্রবিতে ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ২৮ জনকে শাস্তি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসহ ৭ জন বরখাস্ত

সিবি ডেক্স: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২৮ জন শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। শাস্তির তালিকায় রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা।

রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম জানিয়েছেন, গত ২৬ জুলাই অনুষ্ঠিত ৭৩তম রিজেন্ট বোর্ড সভায় এসব সিদ্ধান্ত হয় এবং তা বুধবার (৬ আগস্ট) প্রকাশ্যে আনা হয়।

তদন্তে জানা যায়, শিক্ষার্থীদের নির্যাতনের ৯টি অভিযোগ জমা পড়ে। ৬টি অভিযোগ প্রমাণিত হয়, ২টি মিথ্যা এবং ১টি আপসের মাধ্যমে নিষ্পত্তি হয়। ১১ জানুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত তদন্তে এসব তথ্য উঠে আসে।

আজীবনের জন্য সনদ বাতিল (১১ জন):
লিংকন হোসেন, মো. নুরুল্লাহ (সাধারণ সম্পাদক), মাসুদ রানা সরকার, হামিদুর রহমান শামীম, ইকরামুল ইসলাম, মিনহাজুল ইসলাম প্রান্ত, রাসেল হোসেন রিয়াদ, বিল্লাল হোসেন, সুরুজ মিয়া আপেল, শেহজাদ হাসান, শিবু দাস।

তিন বছরের জন্য সনদ স্থগিত (৭ জন):
শাহেদ জামিন হিরা, নাজমুল ইসলাম আবীর, সাব্বির হোসেন সবুজ, শেখ রাসেল, সোহানুর রহমান সোহান, জহরুল ইসলাম পিয়াস, জাহির রায়হান।

আজীবন বহিষ্কার (৬ জন):
ফরিদুল ইসলাম বাবু (সভাপতি), নাইমুর নাহিদ ইমন, আশিক আরমান শোভন, তৌফিক হাসান হৃদয়, অয়ন আলমাস, তানশু দাস।

তিন বছরের জন্য বহিষ্কার (৪ জন):
আশরাফুল ইসলাম, আকাশ ভূঁইয়া, অনিক পোদ্দার, শাহ আলম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও চাঞ্চল্যকর পদক্ষেপ!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-তেও শৃঙ্খলা ভঙ্গ ও দুর্নীতির অভিযোগে ১ শিক্ষকসহ ৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্ত:

সাইফুল ইসলাম সরকার, সহকারী অধ্যাপক, সমুদ্রবিজ্ঞান বিভাগ (অসদাচরণ ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ)।

গোলাম কিবরিয়া, নিরাপত্তাপ্রধান ও ডেপুটি রেজিস্ট্রার (ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত)।

আরও ৫ কর্মকর্তা-কর্মচারীকেও বরখাস্ত করা হয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের শাস্তি দিয়ে তারা ক্যাম্পাসে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায়।

Post a Comment

0 Comments