জুলাই সনদে সই করতে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন

সিবি ডেক্স: বিএনপি যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সনদ হাতে পাওয়ার পরে ৩০ জুলাইতেই কিছু সংশোধনসহ আনুষ্ঠানিক জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে বলেও জানান তিনি।

সোমবার (২৯ জুলাই) বিকেলে গুলশানে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, "জুলাই ঘোষণাপত্রের যে প্রস্তাব আমাদের দেওয়া হয়েছিল, আমরা ফেব্রুয়ারিতেই এর জবাব দিয়েছি। ২৬ মার্চকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল, সে বিষয়ে দ্বিমত পোষণ করেছে বিএনপি। আমাদের প্রস্তাব ছিল রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে দেওয়ার বিষয়টি স্পষ্ট করা।"

সালাহউদ্দিন জানান, ঘোষণাপত্র অনুষ্ঠান আয়োজনে বিএনপিকে এখনও কোনো দাওয়াত দেওয়া হয়নি। ৩০ জুলাই যেদিন আনুষ্ঠানিক ঘোষণার কথা, তার আগে পর্যন্ত বিএনপি তাদের অবস্থান থেকে সরে আসেনি। তিনি বলেন, "ঘোষণাপত্রে বিএনপির দেওয়া সংশোধনী যদি বিবেচনায় না আনা হয়, সেক্ষেত্রে ঘোষণার পর আমরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।"

বিএনপি সহযোগিতা করছে না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা কোনো সময়ই নিশ্চিত না হলে স্বাক্ষর দিচ্ছি না—এটা ঠিক নয়। বরং বিএনপি সর্বোচ্চ আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব দেখিয়েছে।"

সংবাদ সম্মেলনের শেষদিকে সালাহউদ্দিন আহমদ ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Post a Comment

0 Comments