সাংবাদিক সেজে ইয়াবা পাচার, বাঁশখালীতে আটক

সিবি ডেক্স: চট্টগ্রামের বাঁশখালীতে সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের সময় নুরুল আলম মুজাহিদ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে বাঁশখালী সড়কের পুইছড়ি সীমান্ত ব্রিজ এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার মোটরসাইকেল তল্লাশি করে ব্যাগ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক মুজাহিদ টেকনাফের নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার বাসিন্দা। তিনি নিজেকে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার পরিচয় দেন। পুলিশ জানায়, আটককৃতের বিরুদ্ধে এর আগেও মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুজাহিদের স্ত্রীও মাদক ব্যবসায় জড়িত এবং অতীতে ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন। এলাকাবাসীর অভিযোগ, আজকের বসুন্ধরা নামের এই পত্রিকাটি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার কার্ড বিক্রি করে আসছে। তাদের দাবি, মোটা অঙ্কের টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীরা এই পত্রিকার পরিচয়পত্র সংগ্রহ করে অপকর্মে ব্যবহার করছে। কক্সবাজার জেলায় বর্তমানে ১৫ থেকে ২৫ জন সাংবাদিক পরিচয়ধারী রয়েছেন, যাদের অনেকে নানা অবৈধ কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।

বাঁশখালী থানার তদন্ত পরিদর্শক সুধাংশু শেখর হালদার বলেন, “চেকপোস্টে সন্দেহজনক মোটরসাইকেল থামানোর নির্দেশ দিলে মুজাহিদ সাংবাদিক পরিচয় দিয়ে তর্ক শুরু করেন। পরে তল্লাশিতে ইয়াবা উদ্ধার হয়।” এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

0 Comments