সিবি ডেক্স: গাজীপুরের টঙ্গীতে একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে অজ্ঞাত এক পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে স্টেশন রোডের পাশের রাস্তা থেকে ব্যাগটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাস্তার পাশে একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি খুললে, ভিতরে পাওয়া যায় খণ্ডিত মরদেহটি। তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা— বৃহস্পতিবার গভীর রাতে কিংবা ভোরের দিকে কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মরদেহটি ব্যাগে ভরে এনে ওই স্থানে ফেলে রেখে যায়।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানিয়েছেন, “মরদেহটি কার, কীভাবে এখানে এল—তা শনাক্তের চেষ্টা চলছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
0 Comments