লোহাগাড়ায় বাস-সিএনজি সংঘর্ষ! ৬ জন আহত

সিবি ডেক্স: চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া তেওয়ারিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত মো. ইব্রাহিম কক্সবাজারের রামুর বাসিন্দা এবং আহমদ মিয়ার পুত্র। আহত অপর পাঁচজন হলেন:

জুনাইদ (৩৪)
বশির আহমদ (২৭)
ছরওয়ার কামাল (৪০)
মোক্তার আহমদ (৪২)
নুর আয়েশা (৪০)

তারা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রামমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী ঈগল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

দোহাজারী হাইওয়ে থানার এসআই জুফিটার আলী জানান, "ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। বাসটি জব্দ করা হয়েছে, তবে পুলিশ পৌঁছানোর আগেই সিএনজিটি সরিয়ে ফেলা হয়।"

তিনি আরও বলেন, দুর্ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments