ক্ষমতায় এলে কোরআনবিরোধী আইন নয়: বিএনপির সালাহউদ্দিন

সিবি ডেক্স: ক্ষমতায় গেলে বাংলাদেশে কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন করা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর মহাখালীতে গাউছুল আজম জামে মসজিদ সংলগ্ন কমপ্লেক্সে আলিয়া মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সংগঠন ‘জমিয়াতুল মোদাররেছীন’-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “বিএনপি চায় দেশে মাদ্রাসা শিক্ষা আরও সম্প্রসারিত হোক। তবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাব এ খাতে থাকা উচিত নয়। দেশের সব ধর্মপ্রাণ ও সচেতন জনগোষ্ঠীকে একত্র করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য।”

তিনি আরও বলেন, রাজনৈতিক মতাদর্শের সীমার বাইরে গিয়ে—যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে, বিএনপি তাদের সবার সঙ্গে ঐক্য গড়তে চায়।

এ সময় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “বিএনপি ক্ষমতায় এলে মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় কোনো রাজনৈতিক দলের প্রভাব থাকবে না। ইসলামের শিক্ষা সম্প্রসারণ ও রাষ্ট্রের স্বাধীনতা রক্ষায় কাজ করবে বিএনপি।”

Post a Comment

0 Comments