কলকাতায় মডেল শান্তা পালের চাঞ্চল্যকর গ্রেপ্তার! কীভাবে পেলেন ভারতীয় ভোটার কার্ড?

সিবি ডেক্স: বাংলাদেশি মডেল শান্তা পালকে কলকাতার পার্কস্ট্রিট থানার পুলিশ যাদবপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে পাওয়া গেছে ভারতের ভোটার আইডি ও আধার কার্ড, যা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, ২৮ জুলাই বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শান্তা পাল দীর্ঘদিন ধরে কলকাতার বিজয়গড়ে ভাড়া ফ্ল্যাটে বসবাস করছিলেন এবং অ্যাপ ক্যাবের ব্যবসার মাধ্যমে নিজের পরিচয় লুকিয়ে চলছিলেন বলে জানায় পুলিশ। তিনি বিভিন্ন জায়গায় ভিন্ন ঠিকানা ব্যবহার করতেন। এমনকি সম্প্রতি ঠাকুরপুকুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করলেও ঠিকানা ছিল আলাদা।

গ্রেপ্তারের পর তার কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং বিমান সংস্থার আইডি কার্ড উদ্ধার হয়। পুলিশ সন্দেহ করছে তিনি নকল নথি দেখিয়ে আধার ও ভোটার কার্ড সংগ্রহ করেছেন কিনা। ইতিমধ্যে UIDAI, নির্বাচন কমিশন ও খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে যাচাইয়ের কাজ চলছে।

শান্তা পাল বাংলাদেশে একাধিক নামি প্রতিষ্ঠানের মডেল হিসেবে কাজ করেছেন এবং ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক করেন। এছাড়াও তামিল সিনেমা ‘ইয়েরালাভা’ তে কাজ করেন, পরিচালনায় ছিলেন বিশ্বনাথ রাও।

Post a Comment

0 Comments