ধোবাউড়ায় ফের মদ পাচার ধরা, পিকআপভর্তি ১৪৫ বোতল মদসহ আটক ৩

সিবি ডেক্স: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ১৪৫ বোতল মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার পঞ্চন্দপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একটি পিকআপভর্তি মদের চালানসহ এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জের মিরপুর গ্রামের মো. বেলাল (৩৩), ধোবাউড়ার চারুয়াপাড়া গ্রামের জয়নাল (১৮) এবং গাজীপুরের জয়দেবপুরের বিলাসপুর গ্রামের মো. তৈয়ব (১৯)।

ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক দল বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। রাত ৯টার দিকে উপজেলার পঞ্চন্দপুর ব্রিজ সংলগ্ন চেকপোস্টে একটি পিকআপ তল্লাশি করে অভিনব কৌশলে লুকানো ১৪৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করা হয়। আটক তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে এবং এই চক্রে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, এর আগেও ধোবাউড়ায় বড় ধরনের মদের চালান ধরা পড়ে। গত ২১ জুলাই বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১১৬ বোতল ভারতীয় মদসহ এক কারবারি এবং ২২ জুলাই দর্শা চকবাড়ি শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে থেকে ২৩৬ বোতল মদসহ আরেকজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। একের পর এক মদের চালান ধরা পড়ায় ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধ মাদক পাচার নিয়ে উদ্বেগ বাড়ছে।

Post a Comment

0 Comments