গোপনে আওয়ামী লীগকে প্রশিক্ষণ? হেফাজতে মেজর সাদিক, তদন্তে সেনাবাহিনী

সিবি ডেক্স: আওয়ামী লীগ কর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সেনাবাহিনী কর্তৃক হেফাজতে নেওয়া হয়েছে মেজর সাদিককে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।

তিনি বলেন, “মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে। এরকম একটি ঘটনার কথা জানার পরে সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে। বিষয়টি তদন্তাধীন। দোষী প্রমাণিত হলে প্রচলিত নিয়মে ব্যবস্থা নেওয়া হবে।”

এদিন পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল নাজিম। তিনি জানান, ইউপিডিএফ ও জেএসএস আধিপত্য ও চাঁদাবাজিকে কেন্দ্র করে নিয়মিত সংঘর্ষে লিপ্ত থাকে, এবং সেনাবাহিনী তা নিয়ন্ত্রণে কাজ করছে।

কেএনএফ ও আরাকান আর্মির সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “কেএনএফ আরাকান আর্মির কাছ থেকে অস্ত্র পাচ্ছে—এটা অস্বাভাবিক নয়, তবে তারা বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। আমাদের অভিযানে তাদের অনেক বেজ ও ট্রেনিং ক্যাম্প ধ্বংস হয়েছে।”

এছাড়া, নির্বাচন প্রসঙ্গে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম জানান, “নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা পেলে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে দায়িত্ব পালনের জন্য।”

Post a Comment

0 Comments