ইউনুসের কক্সবাজার সফর ঘিরে অস্ত্র জমার নির্দেশ

সিবি ডেক্স: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস আগামী ২৪ থেকে ২৬ আগস্ট ২০২৫ পর্যন্ত কক্সবাজার সফর করবেন। এ সফরে তাঁর সঙ্গে থাকবেন বিভিন্ন দেশের প্রতিনিধিদলও।

সফরকে ঘিরে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। এ উপলক্ষে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাহউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—অস্ত্র আইন ১৮৭৮ এর ধারা ১৭ (ক)(১) অনুযায়ী কক্সবাজার জেলার সকল বৈধ আগ্নেয়াস্ত্রধারীকে নিজ নিজ থানায় অস্ত্র জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সাধারণ জনগণকে নিরাপত্তা ব্যবস্থায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ড. ইউনুসের এ সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী।

Post a Comment

0 Comments