চট্টগ্রাম স্টেশনে ট্রেন বাতিল, বিক্ষোভ!

চট্টগ্রাম রেলস্টেশন, ১ আগস্ট — কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেন আকস্মিকভাবে বাতিল করায় চট্টগ্রাম রেল স্টেশনে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন যাত্রীরা। শুক্রবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে বিকাল ৩টা ১০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল প্রবাল এক্সপ্রেস ট্রেনের। কিন্তু সে ট্রেন কক্সবাজার থেকে চট্টগ্রামে পৌঁছায় বিকাল ৫টার পর। ফলে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় ট্রেনের যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।

বিক্ষুব্ধ যাত্রীরা পরে স্টেশন মাস্টার ও ম্যানেজারের কক্ষের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা ভাঙচুর ও স্লোগান দেন। যাত্রীদের অভিযোগ— বারবার সময় বদলানোর পরও ট্রেন ছাড়েনি, অথচ টিকিটের টাকা ফেরতের কোনো ব্যবস্থা নেয়নি রেল কর্তৃপক্ষ।

রেল কর্মকর্তারা জানান, সকালেও সৈকত এক্সপ্রেস ট্রেনে ৩০টি অতিরিক্ত টিকিট অনলাইনে বিক্রি হয়ে যায়। পরে অতিরিক্ত কোচ সংযোজন করতে গিয়ে সময়সূচি গড়বড় হয়। এই সৈকত এক্সপ্রেসই কক্সবাজার থেকে ফিরে আসার পথে প্রবাল এক্সপ্রেস নামে যাত্রা করার কথা ছিল দুপুর ২টা ১০ মিনিটে। কিন্তু দেরিতে ছাড়ায় তা সম্ভব হয়নি।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, “অনিবার্য কারণে ট্রেন বাতিল করতে হয়েছে। অনেক যাত্রী ফিরে গেলেও কিছু যাত্রী বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।”

এ ঘটনার পর থেকে যাত্রীসাধারণের মধ্যে রেল ব্যবস্থাপনা নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে। স্বচ্ছ টিকিট বিক্রি, সময়নিষ্ঠ ট্রেন পরিচালনা ও দ্রুত রিফান্ড ব্যবস্থা নিশ্চিত করার দাবি উঠেছে সর্বত্র।

Post a Comment

0 Comments