চুনতিতে রাম্বল স্ট্রিপ উধাও, ফের দুর্ঘটনার শঙ্কা

সিবি ডেক্স: চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ঝুঁকিপূর্ণ এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে বসানো রাম্বল স্ট্রিপগুলো বৃষ্টিতে বিলীন হয়ে গেছে। এর ফলে পুনরায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে এবং সড়ক নিরাপত্তা ও অবকাঠামোর স্থায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল।

গত ঈদুল ফিতরের সময় থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চুনতির দুর্ঘটনা প্রবণ জাঙ্গালিয়া এলাকায় নারী–শিশুসহ ১৬ জন নিহত ও ২০ জন আহত হন তিনটি সড়ক দুর্ঘটনায়। এ ঘটনার পর চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগ জাঙ্গালিয়ার আধা কিলোমিটার সড়কে ৭টি এবং হাজি রাস্তার মাথায় ২টি রাম্বল স্ট্রিপ বসায়। কিন্তু চলতি বর্ষায় সবগুলো বিলীন হয়ে যাওয়ায় আবারও বেপরোয়া গতিতে চলছে যানবাহন।

গত বুধবার রাতে জাঙ্গালিয়ায় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে ছয়জন আহত হয়। বৃহস্পতিবার বিকেলে সরেজমিন দেখা গেছে, রাম্বল স্ট্রিপের কোনো অস্তিত্ব নেই, আর দুর্ঘটনা প্রবণ এলাকাতেও গাড়ি চলছে অতি গতিতে। বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন স্থানে অসংখ্য গর্তও সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, লোকদেখানোভাবে রাম্বল স্ট্রিপ বসিয়ে দায়সারা কাজ করেছে কর্তৃপক্ষ; টেকসই উপকরণ ও সঠিক পরিকল্পনার অভাবে সেগুলো এক বর্ষাও টিকল না। অপ্রশস্ত সড়ক, বিপদজনক বাঁক, বেপরোয়া গতি, অপ্রশিক্ষিত চালক, নিষিদ্ধ ছোট যান চলাচল, অতিরিক্ত ওজনের গাড়ি, লবণ পানিতে রাস্তা পিচ্ছিল হওয়া—এসব কারণে এই মহাসড়কে দুর্ঘটনা বেশি ঘটে।

নিরাপদ সড়ক চাই লোহাগাড়া শাখার সাবেক সভাপতি মোজাহিদ হোসাইন সাগর বলেন, “এক বর্ষা পার না হতেই রাম্বল স্ট্রিপ উধাও—এটি কর্তৃপক্ষের দায়সারাভাবের প্রমাণ। দ্রুত পুনঃস্থাপন জরুরি, নইলে ফের বড় দুর্ঘটনা হবে।” তিনি মহাসড়ক প্রশস্তকরণ ও বাঁক সোজা করার দীর্ঘদিনের দাবি পুনর্ব্যক্ত করেন।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ–সহকারী প্রকৌশলী আবু হানিফ জানিয়েছেন, বৃষ্টি কমলেই রাম্বল স্ট্রিপ পুনঃস্থাপনের কাজ শুরু হবে।

Post a Comment

0 Comments