বরিশালের বাকেরগঞ্জে তরুণ হত্যায় ভিন্ন তথ্য, বাবা-মা কি পরিকল্পিতভাবে হত্যা করেছে হাসানকে?

সিবি ডেক্স: বরিশালের বাকেরগঞ্জে ১৮ বছরের তরুণ হাসান গাজী হত্যাকাণ্ডে উঠে আসছে চাঞ্চল্যকর নতুন তথ্য। আগে বলা হয়েছিল, বাবা-মায়ের সঙ্গে ধস্তাধস্তির সময় ‘ভুলক্রমে মৃত্যু’ হয় হাসানের। কিন্তু বৃহস্পতিবার হাসানের চাচি কহিনূর বেগম জানালেন, ঘটনাটি ছিল বর্বর “পরিকল্পিত হত্যাকাণ্ড”।

ঘটনার বিস্তারিত বিশ্লেষণ:

ঘটনার সময়: মঙ্গলবার

স্থান: সাহেবগঞ্জ, বাকেরগঞ্জ পৌরসভা

নিহত: হাসান গাজী (১৮)

অভিযুক্ত: বাবা জাফর গাজী (গ্রেফতার) | মা নাজমা বেগম (প্রাথমিকভাবে মুক্ত)

চাচির ভাষ্য অনুযায়ী, মা গলায় রশি দিয়ে টান দিচ্ছিলেন, আর বাবা লোহার পাইপ দিয়ে পেটাচ্ছিলেন। প্রাণভিক্ষা চাওয়ার পরেও থামেননি। চাচির বাধা দেওয়া সত্ত্বেও তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেন।

হাসানের বন্ধুবান্ধব ও স্কুলশিক্ষকেরা বলছেন, হাসান মাদকসেবী ছিলেন না। বরং পরিবারে মায়ের মাদক বিক্রি ও বাবার জুয়ায় আসক্তি নিয়ে নিয়মিত বিরোধে জড়াতেন হাসান।

পারিবারিক পটভূমি:

বাবা জাফর গাজীর উপর রয়েছে ৭ লক্ষাধিক টাকার ঋণ

হাসানের অভিযোগ, বাবার কাছে রাখা ৫ হাজার টাকা জুয়ায় খরচ হয়ে গেছে

পরিবারে ছিল মাদকের বিরুদ্ধে হাসানের সক্রিয় অবস্থান

আইনি অবস্থা:

জাফর গাজী আত্মসমর্পণ করে হত্যার দায় স্বীকার করেছেন

হাসানের বোন সান্তা আক্তার কেবল বাবাকে আসামি করে মামলা করেন

ময়নাতদন্ত প্রতিবেদন এখনো আসেনি

তদন্তকারী অফিসার ওসি আবুল কালাম বলছেন, মাদক নিয়ে বিরোধই এখনো মূল সূত্র

স্থানীয়দের প্রতিক্রিয়া:

“ও মাদক করত না, কেন বদনাম দেওয়া হচ্ছে বুঝি না।” – বন্ধু সুমন

“হত্যাটা পরিকল্পিত, এটা চাপা দেওয়া ঠিক না।” – প্রতিবেশী

“হাসান ছিল ভদ্র ও শান্ত ছেলে, আমরা সবাই স্তব্ধ।” – প্রধান শিক্ষক মশিউর রহমান মুসা

Post a Comment

0 Comments