নোয়াহ গাড়িতে অভিনব কায়দায় ২০ হাজার ইয়াবা! টেকনাফে চালকসহ আটক

সিবি ডেক্স: টেকনাফ-কক্সবাজার সড়কে অভিনব কৌশলে ইয়াবা পাচারকালে ২০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৩টায় টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া ঘাট সংলগ্ন সড়কে এই অভিযান চালানো হয়।

ওসি মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, কক্সবাজারগামী একটি নোয়াহ গাড়ি সন্দেহভাজন হিসেবে থামানো হলে চালকের জিজ্ঞাসাবাদে অসঙ্গতি দেখা দেয়। এরপর গাড়ির পেছনের সিটের ডান পাশের বডির কভারের ভিতর তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ২০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযুক্ত চালক সৈয়দ নুর ওরফে নুরুল আমিন ওরফে নুরু ড্রাইভার (৪০), পিতা মৃত কবির আহমদ, গ্রামের বাড়ি হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া বলে জানা গেছে। পুলিশ তার ব্যবহৃত নোহা গাড়ি এবং দুইটি অ্যান্ড্রোয়েড মোবাইলও জব্দ করেছে।

এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৩৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর টেকনাফ থানার এফআইআর নং-৭৩, তারিখ-৩১ জুলাই, ২০২৫ এবং জি আর নং-৫০৩। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া নুরু ড্রাইভারের বিরুদ্ধে ইতিপূর্বেও তিনটি মাদক মামলা রয়েছে

Post a Comment

0 Comments