হঠাৎ কাঁপলো চট্টগ্রাম! রাত্রে ভূমিকম্পে আতঙ্ক

সিবি ডেক্স: চট্টগ্রামে বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। আবহাওয়া অফিসের ওয়্যারলেস সুপারভাইজার সঞ্জয় কুমার বিশ্বাস নিশ্চিত করেন যে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল সংলগ্ন মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায়।

স্থানীয়ভাবে কম্পনটি হালকা হলেও চট্টগ্রামের অনেক বাসিন্দা আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে চট্টগ্রাম সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা গেলেও কোনো জরুরি উদ্ধার অভিযান বা সহায়তা প্রক্রিয়া সক্রিয় করতে হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়।

Post a Comment

0 Comments