সোমবার (১৪ জুলাই) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এসব মন্তব্য করেন মির্জা আব্বাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক অপপ্রচার এবং মিটফোর্ড হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
মির্জা আব্বাস বলেন, “মাহিনের সঙ্গে বিএনপির নয়, বরং এনসিপি নেতাদের ছবি রয়েছে। এই ভিডিও ও হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে সাজানো, যাতে বিএনপিকে রাজনৈতিকভাবে ঘায়েল করা যায়।”
তিনি আরও বলেন, বিএনপিকে নিয়ে অপপ্রচার করে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, অথচ এই দলই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।
এ সময় তিনি চরমোনাই পীর এবং জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও কঠোর সমালোচনা করেন। এছাড়া বিএনপিকে ভেতর থেকে দুর্বল করার ষড়যন্ত্রের বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
0 Comments