তিনি বলেন, "সংসদে ১০০টি নারী আসনের বিষয়ে বিএনপি ইতিবাচক হলেও সরাসরি নির্বাচনের পক্ষপাতী নয়।" বর্তমানে প্রচলিত সংরক্ষিত আসনের পদ্ধতিকে সময়োপযোগী উল্লেখ করে তিনি জানান, ধাপে ধাপে নারীর অংশগ্রহণ বাড়ানোই হবে বাস্তবসম্মত।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়নের বাধ্যবাধকতা এখনো অনেক দলের পক্ষেই পূরণ সম্ভব হচ্ছে না। সামাজিক ও ধর্মীয় বাস্তবতায় নারীরা এখনও সরাসরি রাজনীতিতে আসতে দ্বিধায় ভোগেন।”
বৈঠকে বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের অংশ হিসেবে একটি ‘আপার হাউজ’ বা উচ্চকক্ষ গঠনের প্রস্তাবও তুলে ধরা হয়। তিনি জানান, সমাজের বিভিন্ন খাতে অবদান রাখা বিশিষ্টজনদের রাষ্ট্রীয় সিদ্ধান্তে অংশগ্রহণ নিশ্চিত করতেই এই প্রস্তাব।
তবে ৬৪ জেলা ও ১২ সিটি করপোরেশন থেকে সরাসরি ৭৬ সদস্য নির্বাচনের প্রস্তাবকে তিনি ‘জেলা পরিষদ বা প্রাদেশিক ব্যবস্থার মতো’ আখ্যা দেন এবং বলেন, বাংলাদেশ একটি ইউনিটারি রাষ্ট্র, ফলে এমন ব্যবস্থা যৌক্তিক নয়।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতের বাস্তবতা বিবেচনায় যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।
0 Comments