রামু উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার | Coxsbazar Bulletin

মিজানুর রহমান, রামু: কক্সবাজারের রামু উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.মোঃ জিয়াউদ্দীন।

রবিবার (১৩ জুলাই )বিকেল ৫ টায় তিনি এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার অফিসের কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন। তিনি নাগরিকসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল, ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো মাহবুবুর রহমান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ সেলিম, মোঃ আবুল কাশেম, জেসমিন আকতার, প্রধান সহকারী হীরা পাল, নাজির আজিজুল হক, সায়রাত সহকারী কফিল উদ্দিনসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ড.মোঃ জিয়াউদ্দীন বলেন, “সরকারি সেবায় জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। ভূমি অফিসে আসা প্রতিটি মানুষ যেন হয়রানিমুক্তভাবে সেবা পান, তা নিশ্চিত করতে হবে।

Post a Comment

0 Comments