রামুতে ট্রেনে পড়ে যুবকের মৃত্যু | Coxsbazar Bulletin

মিজানুর রহমান, রামু: কক্সবাজারের রামু দক্ষিন মিঠাছড়ি চাইল্যাতলীস্থ রেললাইনে চলন্ত ট্রেনে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম টিপু মিয়া (২৯)। তিনি নরসিংদীর শিপপুর উপজেলার ব্রাজেন্দ্রকান্দি এলাকার চাঁন মিয়ার পুত্র।

স্থানীয় চৌকিদার কাদের হোসেন স্থানীয়দের বরাতে জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ট্রেনটি মিঠাছড়ি রেললাইন অতিক্রম করার সময় হঠাৎ করে এক যুবক রেললাইনের সামনে পড়ে যান । এসময় ট্রেনের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, যুবকটি এলাকাবাসীর কেউ নন এবং তিনি সম্ভবত অন্য জেলা থেকে এখানে এসেছেন। নিহতের ব্যাগ থাকা জাতীয় পরিচয়পত্র এনআইডি যাচাই করা হলে তিনি নরসিংদী জেলার বাসিন্দা বলে জানা যায়।

রামু থানার (ওসি) তদন্ত মোহাম্মদ ফরিদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Post a Comment

0 Comments