খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু প্রকল্পের ৪,৪০৯ জনের তালিকা বাতিল | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: কক্সবাজারের খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে উপকারভোগী হিসেবে নির্বাচিত ৪ হাজার ৪০৯ জনের তালিকা বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক ডা. মোহাম্মদ মহিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি ফ্ল্যাট হস্তান্তর ও রক্ষাণাবেক্ষণ নীতিমালা, ২০২৫ অনুসারে, পূর্ববর্তী তালিকাটি “ত্রুটিপূর্ণ, প্রশ্নবিদ্ধ ও পক্ষপাতদুষ্ট” হওয়ায় তা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, খুরুশকুলে নির্মিত হচ্ছে ১২৯টি পাঁচতলা আবাসিক ভবন, যেখানে প্রতিটিতে রয়েছে ৩২টি করে ৪৫৬ বর্গফুটের ফ্ল্যাট। ২০১৭ সালে শুরু হওয়া প্রকল্পটি ২৫৩ একর জমিতে পুনর্বাসন, বাফার, শুঁটকি মহল ও পর্যটন—এই চারটি জোনে ভাগ করা হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে মূলত ১৯৯১ ও ১৯৯৭ সালের ঘূর্ণিঝড়ে গৃহহীন হওয়া পরিবারগুলোকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। ২০২০ সালের ২৩ জুলাই ৬০০ পরিবারকে নামমাত্র মূল্যে ফ্ল্যাটের চাবিও হস্তান্তর করা হয়।

আওয়ামী লীগ সরকারের সময়ে তালিকাভুক্ত এই উপকারভোগীদের বাতিল করে এখন প্রকল্পের ভবিষ্যৎ পরিচালনা নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।

Post a Comment

0 Comments