বাংলাদেশে স্টারলিংকের সফল যাত্রায় স্পেসএক্সের প্রশংসা, ইউনূসের উদ্যোগে প্রশংসিত ডিজিটাল স্বাস্থ্যসেবা | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবার সফল চালু করায় সরকারের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, “১৫০টিরও বেশি দেশে কাজ করলেও বাংলাদেশে এত দ্রুত সিদ্ধান্ত ও কার্যকর সমন্বয় আমরা আগে দেখিনি।”

বৈঠকে অধ্যাপক ইউনূস স্টারলিংকের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পার্বত্য ও দুর্গম এলাকায় উন্নত কানেক্টিভিটির প্রয়োজনীয়তার কথা জানান। তিনি বলেন, “আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছি এবং ডিজিটাল হেলথ সেবায় গুরুত্ব দিচ্ছি যাতে গর্ভবতী নারীসহ প্রত্যন্ত এলাকার মানুষ ঘরে বসেই ডাক্তার দেখাতে পারেন।”

প্রবাসী বাংলাদেশিদের জন্যও তিনি এই সেবা কার্যকর ভূমিকা রাখবে উল্লেখ করে বলেন, “তারা ভাষা ও পরিবেশগত অস্বস্তির কারণে বিদেশে চিকিৎসা নিতে দ্বিধায় পড়েন। এখন তারা বাংলাদেশের ডাক্তারের সঙ্গে অনলাইনে পরামর্শ নিতে পারবেন।”

স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার ইউনূসের এই উদ্যোগকে বৈশ্বিক অনুকরণীয় দৃষ্টান্ত বলে আখ্যা দেন। তিনি বলেন, “আপনার আইডিয়াগুলো আমরা অন্য দেশগুলোর নেতাদের সঙ্গে ভাগ করে নিতে পারি। আপনি যদি এগুলো বাস্তবায়ন করতে পারেন, অন্যরাও পারবেন।”

ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সেবার বিকেন্দ্রীকরণ ও দুর্নীতি প্রতিরোধে ইউনূসের প্রচেষ্টাকেও প্রশংসা করেন তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালট্যান্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বিডা ও বেজার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রমুখ।

Post a Comment

0 Comments