টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়লো ২৬ কেজির কোরাল, বিক্রি ৩৯ হাজারে!

সিবি ডেক্স: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে নাফ নদীতে বড়শিতে ধরা পড়েছে ২৬ কেজি ১৫০ গ্রাম ওজনের একটি বিশাল কোরাল মাছ। পাঁচ ফুট দীর্ঘ এই মাছটি বিক্রি হয়েছে ৩৯ হাজার টাকায়, যা স্থানীয়ভাবে বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে সাবরাং ইউনিয়নের ডেইলপাড়ার জেলে মোদাচ্ছের বড়শি ফেলে মাছটি ধরেন। দীর্ঘ সময় অপেক্ষার পর ঘরে ফিরে যাওয়ার আগে হঠাৎ বড়শিতে ধরা পড়ে মাছটি। জেটিঘাটে মাছটি তোলার পর স্থানীয় মানুষ ও পর্যটকরা সেটি একনজর দেখতে ভিড় জমান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ বাজারপাড়া জেটিঘাটের ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুল গফুর। তিনি বলেন, জেলে মোদাচ্ছের অনেক ধৈর্য ধরে বড়শি ফেলে বসে ছিলেন। শেষে ভাগ্যে ধরা দেয় এই বিরল সাইজের কোরাল।

সিকদারপাড়ার মাছ ব্যবসায়ী মোহাম্মদ ফারুক জানান, অনেক দর কষাকষির পর তিনি মাছটি কিনে নেন ৩৯ হাজার টাকায়। প্রতি কেজির দাম পড়ে প্রায় ১ হাজার ৫০০ টাকা। তিনি মাছটি কেটে খুচরা বাজারে বিক্রির পরিকল্পনা করছেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “নাফ নদীতে এখন কোরাল মাছ বেশি ধরা পড়ছে। নাফের কোরালের স্বাদও বেশ ভালো।” তিনি আরও বলেন, অনেকেই জেটিতে বড়শি ফেলে শিকার করছেন, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখছে।

Post a Comment

0 Comments