নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে ৭১ মিয়ানমার নাগরিক ফিরলেন নিজ দেশে

সিবি ডেক্স: বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় নেওয়া মিয়ানমারের তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ৭১ জন নারী-পুরুষ ও শিশু স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেছেন। তারা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ি সীমান্ত এলাকার আশপাশে আত্মীয়স্বজনদের বাড়িতে অবস্থান করছিলেন।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুই দিনে মোট ২০টি পরিবারের সদস্যরা সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে ফিরে গেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা ৩৪ নম্বর সীমানা পিলার সংলগ্ন আমবাগান এলাকা দিয়ে মিয়ানমারে প্রবেশ করেন।

উল্লেখ্য, মিয়ানমারের সামরিক জান্তা ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের সময় এসব নাগরিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। খাইরুল আলম বলেন, "ওপারের পরিস্থিতি এখন অনেকটাই শান্ত হওয়ায় আমরা তাদের সঙ্গে কথা বলে নিরাপদে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছি।"

২০২৩ সালের শেষের দিকে আরাকান আর্মি মংডু শহর দখল করে নেয় এবং মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের প্রায় ২৭১ কিলোমিটার সীমান্ত তাদের নিয়ন্ত্রণে চলে যায়। এর পর থেকেই সীমান্তে অস্থিরতা দেখা দেয়।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর তথ্য অনুযায়ী, লড়াই শুরুর পর থেকে দেড় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। তারা উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছে। ২০১৭ সালের মতো এবারও শুধু রোহিঙ্গা নয়, তঞ্চঙ্গ্যা ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে।

Post a Comment

0 Comments