বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে সৌদি আরবের মাহিল শহরে এ দুর্ঘটনা ঘটে। সাকিব মাত্র ৪৭ দিন আগে, ৬ জুন, জীবনের নতুন আশায় সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছিলেন।
নিহতের বড় ভাই সাঈদুর রহমান জানান, “গাড়ি চালানোর সময় হঠাৎ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাকিব মারা যায়। একই ঘটনায় আমাদের এক মামাতো ভাইও আহত হয়েছেন।”
বিশেষ দুঃখজনক বিষয় হলো—ঘটনার দিনই সাকিবের আকামা (সৌদিতে রেসিডেন্স পারমিট) ইস্যু করা হয়েছিল। পরিবারের স্বপ্ন আর সাকিবের ভবিষ্যত একসাথে থেমে গেল সেই মুহূর্তে।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পেকুয়ার মহুরীপাড়ায় নেমে আসে শোকের ছায়া। চারদিকে কেবল কান্না আর আহাজারি। গ্রামজুড়ে চলছে শোকের মাতম।
0 Comments