তনি তার পোস্টে এক অজ্ঞাত আইডি থেকে পাঠানো কিছু ভয়ঙ্কর বার্তার স্ক্রিনশট শেয়ার করেন, যা পাঠানো হয়েছে তার বোনকে। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার বাচ্চাদের মেরে ফেলতে চাইছে! এই গুলোর দ্বায়ভার কে নিবে! আমার মামলা করা উচিত কি না? আমার ছেলে মেয়ের লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, মানুষ এত খারাপ কিভাবে হতে পারে!’
যদিও তিনি নির্দিষ্টভাবে কাউকে অভিযুক্ত করেননি, তবে পোস্টের নিচে সন্দেহভাজন একটি ফেসবুক আইডির লিংক দিয়েছেন যেখান থেকে হুমকিগুলো এসেছে বলে দাবি করেছেন। অনুরাগীরা আইডিটিকে ‘ফেক’ বলে সন্দেহ করছেন এবং তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন।
ফেসবুকের মন্তব্য ঘরে কেউ কেউ বলেছেন, ‘তার হয়তো নিজের সন্তান নাই, তাই এমন কথা বলে!’ কেউ বলেছেন, ‘মানুষ কতটা জঘন্য হলে এরকম বলে!’ আবার অনেকেই এসব হুমকির পেছনে আরেক আলোচিত ইনফ্লুয়েন্সার বারিশা হকের সংশ্লিষ্টতার ইঙ্গিত দিচ্ছেন।
রুবাইয়াত ফাতিমা তনি একজন প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তা এবং ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’র মালিক, যার সারা দেশে ১২টি শোরুম রয়েছে। তিনি ব্যবসায়ী শাহাদাত হোসাইনকে বিয়ে করে আলোচনায় আসেন, যার সঙ্গে বয়সের ফারাক ঘিরে সামাজিক মাধ্যমে ছিল ব্যাপক আলোচনা। এ বছরের শুরুতে স্বামী শাহাদাতের মৃত্যুতে শোকগ্রস্ত হয়ে পড়েন তনি। বর্তমানে তিনি নিজের ব্যবসা ও সন্তানদের নিয়েই ব্যস্ত।
তবে বারবার বারিশা হকের সঙ্গে তার ভার্চুয়াল দ্বন্দ্ব এবং বাগবিতণ্ডা এই হুমকির ঘটনাকে নতুন করে আলোচনায় এনেছে। অনেকে বিষয়টি তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
0 Comments