সিবি ডেক্স: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর বাংলা বাজার এলাকায় মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিলে পড়ে গেলে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকাল ৭টার দিকে রামু উপজেলার দরগাহ পাড়ায় ‘কিং অব কমিউনিটি সেন্টার’-এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী বাসটি খরুলিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিলে পড়ে যায়। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হন। তবে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী খরুলিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ খোরশেদ জানান, “হঠাৎ দেখি দ্রুতগতির বাসটি রাস্তা থেকে ছিটকে বিলে পড়ে গেল। অনেকেই বলছিলেন, চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন।”
স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
0 Comments