মেঘনার জোয়ারে প্লাবিত উপকূল! লক্ষ্মীপুরে চরম দুর্ভোগ

সিবি ডেক্স: লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার বিস্তীর্ণ এলাকা শুক্রবার (২৫ জুলাই) সকাল থেকে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় হাটবাজার, সড়ক, বসতবাড়ি ও ফসলি জমি তলিয়ে গেছে।

মতিরহাট, মুন্সিরগঞ্জ, সাহেবেরহাট, নাজিরগঞ্জ, কাদিরপন্ডিতের হাট, পাটারীরহাট, ওছখালী, চরগাজী ও বড়খেরী ইউনিয়নের বহু গ্রাম পানির নিচে চলে গেছে। নদীর ঢেউ তীব্র আকার ধারণ করেছে, দমকা হাওয়ায় গাছপালা ভেঙে পড়েছে।

স্থানীয়রা জানান, টানা তিন সপ্তাহের বৃষ্টির দুর্ভোগ এখনও কাটেনি, তারই মধ্যে নতুন করে আবার মেঘনার পানিতে প্লাবিত হয়েছে তাদের ঘরবাড়ি। প্রচণ্ড বাতাস ও পানির স্রোতে ক্ষেতের বীজতলা নষ্ট হয়েছে, পুকুরের মাছ ভেসে গেছে, হাঁস-মুরগি ও গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন হাজারো মানুষ। রান্নাবান্না, চলাচলসহ প্রতিদিনের জীবনযাত্রা থমকে গেছে উপকূলীয় এ জনপদে।

সাহেবেরহাট এলাকার হিরণ মাঝি ও ছিদ্দিক মাতাব্বর অভিযোগ করেন, "সময়ের মধ্যে মেঘনার তীররক্ষা বাঁধ সম্পন্ন না করায় প্রতিবছরই আমাদের ডুবতে হচ্ছে।" একই অভিযোগ পাটারীরহাট, চরগাজীসহ অধিকাংশ ক্ষতিগ্রস্ত মানুষের।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ্জামান খান জানান, "বাঁধ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। জোয়ারের পানি অল্প সময়েই নেমে যাবে বলে আশা করছি।"

তবে স্থানীয়দের প্রশ্ন, প্রতিবছরের এই দুর্ভোগের কোনো স্থায়ী সমাধান কেন হচ্ছে না?

Post a Comment

0 Comments