সিবি ডেক্স: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আপাতত আর সংগঠনের হয়ে কোনো সাংগঠনিক কার্যক্রম চালাতে পারবেন না। ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত (বুধবার) ২৩ আগস্ট পর্যন্ত তাঁর দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন।
এই আদেশ এসেছে জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং দলের সাবেক শীর্ষ ১০ নেতার আবেদনের প্রেক্ষিতে।
আদালতের নির্দেশের পেছনের ঘটনা
আবেদনে বলা হয়, জি এম কাদের দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে এককভাবে সিদ্ধান্ত নিচ্ছেন এবং নেতৃত্বের চেহারা বদলে ফেলেছেন। দলীয় কাঠামোর বাইরে গিয়ে বিভিন্ন নিয়োগ ও ঘোষণাও প্রশ্নবিদ্ধ।
আইনজীবী আব্দুল বারী জানিয়েছেন,
> "২৭ জুলাই শুনানির পর আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন। আজ তা প্রকাশ হয়েছে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।"
কী হতে পারে সামনে?
এই আদেশে জি এম কাদেরের রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এতে জাতীয় পার্টির ভেতর পুরনো বিভক্তি নতুন করে প্রকাশ্যে এসেছে।
0 Comments