আজ (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার শহরের বড়বাজার এলাকায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হচ্ছে এবং মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে।
র্যাব জানিয়েছে, এই কর্মসূচি শুধু শহরেই নয়, জেলার বিভিন্ন উপজেলা সদর ও গুরুত্বপূর্ণ এলাকায়ও পরিচালিত হবে। সচেতনতামূলক কার্যক্রম শেষ হলে, আইন অনুযায়ী নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রোধে অভিযান চালানো হবে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক নাজমুল ইসলাম বলেন, “শুধুমাত্র একবার ব্যবহারের জন্য তৈরি এই পলিথিন ব্যাগ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। ক্যান্সারসহ নানা প্রাণঘাতী রোগের ঝুঁকি বাড়াচ্ছে পলিথিন। এ ছাড়া পরিবেশ দূষণ ও জলাবদ্ধতার অন্যতম কারণও এটি।”
এদিকে কক্সবাজারভিত্তিক পরিবেশবাদী সংগঠন ‘ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (YES)’-এর চেয়ারম্যান মুজিবুল হক বলেন, “নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে এখনো পাঁচ শতাধিক দোকানে পলিথিনে মুড়িয়ে পণ্য বিক্রি হচ্ছে। এসব পলিথিন ব্যবহারের পর ফেলে দেওয়া হচ্ছে নালা ও বাঁকখালী নদীতে, যা জলাবদ্ধতা ও পরিবেশ দূষণের অন্যতম কারণ।” তিনি র্যাবের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
0 Comments