ডাকসু লড়াইয়ে উমামা! ঢাবিতে স্বতন্ত্র প্যানেলের চ্যালেঞ্জ

সিবি ডেক্স: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–২০২৫ নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক ঘোষণায় তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় তার হারানো গৌরব ফিরিয়ে আনতে পারে কেবল শিক্ষার্থীদের হাত ধরেই।"

প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ১৮–১৯ সেশনের শিক্ষার্থী ও কবি সুফিয়া কামাল হলের আবাসিক উমামা ফাতেমা বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থেকে আমি ভেতরে-বাইরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছি।”

প্রথম বর্ষে থাকার সময় ‘বৈধ সিট আমার অধিকার’ নামের আন্দোলন গড়ে তোলা থেকে শুরু করে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

উমামার ভাষ্য অনুযায়ী, “এই বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের বিপ্লব ছাড়া সমস্যাগুলোর সমাধান কঠিন। আর সে পরিবর্তন আনতে পারে কেবল শিক্ষার্থীরাই।”

তিনি বলেন, “শিক্ষার্থীরা এমন নেতৃত্ব চায় যারা কোনো পক্ষ দ্বারা নিয়ন্ত্রিত নয়, বিশ্ববিদ্যালয়কে নেতা বানানোর কারখানা বানাবে না, বরং গবেষণাবান্ধব ও গুণগত শিক্ষার ভিত্তিতে ঢাবিকে ফিরে পাবে তার স্বরূপে।”

ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে তিনি এমন শিক্ষার্থীদের নিয়ে একটি স্বতন্ত্র, গবেষণাভিত্তিক, দূরদর্শী প্যানেল গঠনের ঘোষণা দেন, যারা শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের মৌলিক অধিকার রক্ষায় কাজ করে এসেছেন।

উমামা ফাতেমা আহ্বান জানান—"আপনারা যারা সত্যিই মনে করেন বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করা দরকার, রাজনৈতিক আধিপত্য থেকে মুক্ত করা দরকার, এবং ঢাবির শিক্ষার্থীদের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে চান, তারা আমাদের প্যানেলে যোগ দিন।"

ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।

Post a Comment

0 Comments