বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৮টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস প্রশাসন ক্যাডারের সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনারদের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে পুনর্বিন্যাস ও নতুন পদায়নের জন্য। এতে আরও বলা হয়, এই আদেশ রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
এই সিদ্ধান্তকে প্রশাসনিক মহল একটি বড় ধরনের আঞ্চলিক রদবদল ও পুনর্গঠনের ইঙ্গিত হিসেবে দেখছে। যদিও বদলি হওয়া এসিল্যান্ডদের পরবর্তী স্থানে দায়িত্বপ্রাপ্তি সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি, তবে তাদেরকে আগাম পদায়নের জন্য প্রস্তুত রাখা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এসিল্যান্ডরা মূলত ভূমি প্রশাসন, ভ্রাম্যমাণ আদালত, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারের নীতিনির্ধারণী কাজ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
0 Comments