গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অ্যাসোসিয়েশনের সভাপতি ড. নাজমুল করিম খান এবং ঢাকা জেলা পুলিশ সুপার ও সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২১ জুলাই দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান উড্ডয়নের কিছু সময় পর রাজধানীর দিয়াবাড়ী এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। এ হৃদয়বিদারক ঘটনায় স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকসহ অনেকেই প্রাণ হারান।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। একই সঙ্গে নিহতদের পরিবার ও শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
আহতদের চিকিৎসায় রক্তের প্রয়োজনীয়তা মেটাতে রক্তদানের জন্য পুলিশ ব্লাড ব্যাংক, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা-তে যোগাযোগ করতে বলা হয়েছে।
যোগাযোগ:
📞 মোবাইল: ০১৩২০০৩৭৩৩৩
📞 ইনচার্জ: ০১৯১৪৩৪১২০৭
এছাড়াও, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নিহতদের পরিবার ও আহতদের পাশে থেকে সার্বিক সহায়তা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।
পুলিশ মহলের পক্ষ থেকে জানানো হয়েছে—এই সংকটময় সময়ে শুধু রক্ত নয়, মানসিক ও মানবিক সহায়তার দিক থেকেও অ্যাসোসিয়েশন প্রস্তুত রয়েছে।
0 Comments