সিবি ডেক্স: রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় আজ (২২ জুলাই, মঙ্গলবার) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
এই শোক পালনের অংশ হিসেবে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, এবং দেশের সব ধর্মীয় উপাসনালয়ে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন। তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে ছড়িয়ে পড়েছে শোক আর প্রার্থনার জোয়ার।
‘Pray for Milestone’ হ্যাশট্যাগে হাজারো পোস্টে ভরে উঠেছে ফেসবুক ও এক্স। শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং সাধারণ মানুষ প্রোফাইল ছবি কালো করে, আবেগঘন স্ট্যাটাস দিয়ে নিহতদের স্মরণ করছে।
আহতদের জন্য রক্তের আবেদন ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। এই ট্র্যাজেডিকে কেন্দ্র করে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান রাজনৈতিক সংলাপ মুলতুবি ঘোষণা করা হয়।
সরকার স্থগিত করেছে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা। রাজনৈতিক নেতারা এই ট্র্যাজেডিকে কেন্দ্র করে ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ কার্যক্রম পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
এই দুর্ঘটনা শুধু কয়েকটি পরিবারের নয়—পুরো জাতির হৃদয়ে শোকের দাবানল তুলেছে। আজকের রাষ্ট্রীয় শোক আমাদের কাঁদায়, একইসাথে জাগায় প্রশ্ন—এই দায় কার?
0 Comments